রাশিয়ার দ্বিতীয় গোয়েন্দা বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে রাশিয়ার দ্বিতীয় আরেকটি এ৫০ সামরিক নজরদারি বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এটি একটি দীর্ঘ পাল্লার রাডার শনাক্তকারী বিমান। ইউক্রেনের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধক্ষেত্রের সম্মুখ সারি থেকে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে রাশিয়ার রোস্তভঅনদন ও ক্রাসনোদর শহরের মধ্যবর্তী অংশে বিমানটিতে আঘাত হানা হয়। রাশিয়ার জরুরি পরিষেবা কানেভস্কয় জেলায় বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে এবং জ্বলে ওঠা একটি আগুন নিভিয়ে ফেলেছে, এমনটি জানা গেছে বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেনের দাবির বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। খবর বিডিনিউজের।

রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার দ্বিতীয় বর্ষপূর্তি শনিবার। এর আগের দিন, শুক্রবার রাশিয়ার সামরিক গোয়েন্দা বিমান ধ্বংসের দাবি করল ইউক্রেন। ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশ্চুক রাশিয়ার গোয়েন্দা বিমানটি ভূপাতিত করার জন্য বিমান বাহিনীর সদস্যদের ও সামরিক গোয়েন্দাদের ধন্যবাদ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগাজায় কৌতুক অভিনেতার বাড়িতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ২৩
পরবর্তী নিবন্ধইয়াসির আরাফাতের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল