রায়েরবাজার বধ্যভূমিতে থিয়েটার জয়বাংলার নাটক ১৪ ডিসেম্বর

| রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ১২:১৯ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের নাটক মঞ্চায়নে অঙ্গীকারাবদ্ধ চট্টগ্রামের নাট্যদল ‘থিয়েটার জয়বাংলা’ আগামী ১৪ ডিসেম্বর রাজধানী ঢাকার রায়েরবাজার বধ্যভূমিতে মঞ্চায়ন করবে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে রচিত নাটক ‘কাদামাখা মাইক্রোবাস’।
নাটকটি বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের তথ্য-উপাত্ত অবলম্বনে রচনা করেছেন নাট্যকার প্রদীপ দেওয়ানজী।
দলটি বিগত ছয় বছর ধরে নিয়মিতভাবে চট্টগ্রামে এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের রাতে রায়েরবাজার বধ্যভূমিতে নাটকটি মঞ্চায়ন করে আসছে।
এবছর করোনা পরিস্থিতির কারণে নাটকটির সংক্ষিপ্ত প্রযোজনা মঞ্চস্থ হবে।
নির্দেশক সাহিদ এমরানের নেতৃত্বে নাটকটি মঞ্চায়নের জন্য ১০ সদস্যের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

পূর্ববর্তী নিবন্ধশিকড়ের ফ্রি মাস্ক বিতরণ ও জনসচেতনতা কর্মসূচি
পরবর্তী নিবন্ধস্কুলে ভর্তির লটারি ফেসবুকে লাইভ করতে হবে