রামু স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে পুলিশে দিলো শিক্ষার্থীরা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ৭ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিককে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। গতকাল সোমবার চৌমুহনীর অদূরে অবস্থিত ইসলামি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। তপন কক্সবাজার সদররামু আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক এমপি ও হুইপ সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বলে জানা যায়।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা তপন মল্লিকের বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর মডেল থানায় কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে চালান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী হাজী ক্যাম্প শীঘ্রই চালু করা হোক
পরবর্তী নিবন্ধশীতার্তদের পাশে র‌্যাব, নগরীর ১৫০ স্থানে শীতবস্ত্র বিতরণ