কক্সবাজারের রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিককে পুলিশে সোপর্দ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। গতকাল সোমবার চৌমুহনীর অদূরে অবস্থিত ইসলামি ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। তপন কক্সবাজার সদর–রামু আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক এমপি ও হুইপ সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বলে জানা যায়।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা তপন মল্লিকের বিরুদ্ধে রামু ও কক্সবাজার সদর মডেল থানায় কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে চালান করা হবে।