রামু সেনানিবাসে এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতার সমাপনী

রামু প্রতিনিধি | শুক্রবার , ১৮ নভেম্বর, ২০২২ at ৩:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু সেনানিবাসে ১০ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আন্তঃ ফরমেশন এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২২ এর পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ টি বড় ও ছোট ফরমেশন দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় ১০ পদাতিক ডিভিশনের সৈনিক মো. তপু মোল্লা ১ম শ্রেষ্ঠ প্রতিযোগী এবং সৈনিক গোলাম রাব্বানী
২য় শ্রেষ্ঠ প্রতিযোগী হওয়ার গৌরব অর্জন করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি শ্রেষ্ঠ দলসমূহের মহড়া পরিদর্শন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এছাড়া অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কক্সবাজার এরিয়ার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ১১জন পুড়িয়ে হত্যা বিচার হয়নি ১৯ বছরেও