রামু সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রামু সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাছানুল ইসলামের সভাপতিত্বে শুরু হয়। দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রামু সরকারি কলেজের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক কমিটির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর চৌধুরী। অনুষ্ঠানে এডভোকেট আবুল মনসুর চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সদস্য নজির আহমদ কোম্পানিকে ক্রেস্ট দিয়ে সন্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগীত শিল্পী বিভাস সেনগুপ্ত।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে শীতকালীন ক্রিকেট নুরুল হুদা কাদেরী স্কুল উপজেলা চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বিপিএলের ম্যাচ আয়োজনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা