রামু মনিরঝিলে ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শনে হুইপ কমল

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে নির্মাণের কয়েক বছরেই ভাঙনের মুখে রাজারকুলমনিরঝিল সংযোগ সেতু। গত বৃহস্পতিবার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানির গতি বৃদ্ধি পাওয়ায় সেতুর পাশের মাটি সরে গিয়ে ভাঙনের কবলে পড়ে। এতে সোনাইছড়িরাজারকুলমনিরঝিল তিন গ্রামের পাঁচ হাজার মানুষের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়।

এ নিয়ে গতকাল শুক্রবার দৈনিক আজাদীতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে গতকাল সকালেই ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।

পরিদর্শনকালে তিনি বলেন, জায়গাটি দুর্গম জনপদ ছিল, এখানে চলাচলের তেমন রাস্তা ছিল না। গত বছর অনেক কষ্ট করে রাস্তাসহ সেতুটি নির্মাণ করেছি। কিন্তু ভারী বর্ষণে সেতুটি ভাঙনের কবলে পড়ে। আমরা প্রাথমিকভাবে সংস্কার করে মানুষের চলাচলের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি দ্রুত এটি মেরামত করার জন্য।

এ সময় রামু উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিডি) মনজুর হাসান ভুঁইয়া, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম, কাউয়ারখোপের আওয়ামী লীগ নেতা ওসমান সরওয়ার মামুন, জহির উদ্দিনসহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি কক্সবাজার সদরে পাহাড় ধসে নিহতের ঘটনায় চারটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধকিশোরকবিতার বিষয়-বৈচিত্র্য নিয়ে সমকালীন কবিদের ভাবতে হবে
পরবর্তী নিবন্ধমধ্যরাতে কর্ণফুলী পেপার মিলে আগুন