রামু বৌদ্ধ বিহারে আগুন দেওয়ার ঘটনায় যুবক গ্রেপ্তার

রামু প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জানুয়ারি, ২০২৪ at ৯:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুর প্রায় দেড়শো বছরের প্রাচীন কাটের তৈরি উসাইচেন বড় ক্যাং বৌদ্ধ বিহারে আগুন লাগানোর অভিযোগে মো. আব্দুল ইয়াছির শাহজাহান (২৩) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। শাহজাহান রামু উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরলোয়া গ্রামের বাসিন্দা। গত মঙ্গলবার চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মতে গতকাল বুধবার সন্ধ্যায় রামুর ফতেখাঁরকুলের হাইটুপি ভূতপাড়া এলাকা থেকে ঘটনার দিন রাতে যে নম্বর থেকে ফায়ার সার্ভিসে ফোন করা হয় সেই সিমটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় স্থানীয় ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক ভুট্টো উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান ভুট্টো দৈনিক আজাদীকে বলেন, শাহজাহানের দেখিয়ে দেওয়া স্থান থেকে সেই সিমটি উদ্ধার করে পুলিশ। তবে অনেক খোঁজাখুঁজির পরও ব্যবহৃত মোবাইল সেটটি খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, ইয়াছির নিজেই বিহারে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে জানিয়ে ভুট্টো বলেন, বিহারে কেন আগুন দিয়েছে জানতে চাইলে উত্তরে সে বলেছে ‘আমি জানি না।’

তবে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে কোনো মন্তব্য করতে রাজি হননি রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের দেওয়ান। তিনি বলেন, কাল (বৃহস্পতিবার) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে বিষয়টি বিস্তারিত জানাবেন। এর আগে আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাত ২টার দিকে উসাইচেন বড় ক্যাং বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি নাহলেও বিহারের সিঁড়ির কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনার পরদিন বিহার পরিচালনা কমিটির সভাপতি মংকিউ রাখাইন বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে রামু থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধ৯ মামলায় ফখরুলের জামিন, আপাতত মুক্তি মিলছে না
পরবর্তী নিবন্ধলবণ মাঠে টিউবওয়েলে জ্বলছে আগুন