কক্সবাজারের রামু ও টেকনাফে পৃথক অভিযানে ৩৮ হাজার ৫০০ ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার রাতে রামুর মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ও টেকনাফ পৌরসভার বাস স্টেশনের একটি দোকানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হাতেনাতে এসব মাদক পাচারকারীকে আটক করা হয়। মরিচ্যা থেকে ইয়াবাসহ আটকরা হলেন চট্টগ্রামের চাক্তাইর ভাঙাপুল এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আরিফ (৩২) এবং কক্সবাজারের চকরিয়া উপজেলার ইলিশিয়া বাজার এলাকার নুরু মিয়ার ছেলে মো. ইসমাঈল হোসেন (৩০)। আর টেকনাফ থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক মোহাম্মদ জালাল উদ্দীনকে (৪৩) আটক করা হয়। তিনি পৌরসভার বাসস্টপ এলাকার হক সুপার মার্কেটের মৌসুমি কসমেটিকস নামে দোকানের মালিক। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।