কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল রেঞ্জের খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদীঘি কেচুবনিয়া এলাকার বনে একটি পুরুষ বন্য হাতির মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে অসুস্থ হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে জানায় বন বিভাগ। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সরোয়ার আলম জানান, পুরুষ জাতের এ হাতিটির বয়স আনুমানিক ৩০–৩২ বছর। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, কিছু দিন আগে একটি বন্যহাতি লোকালয়ে এসে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে যান। পরে হাতিটির চিকিৎসার জন্য চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে এক পশু চিকিৎসক এনে হাতিটির চিকিৎসা করানো হয়। কিন্তু অনেক চেষ্টার পরও হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি। ময়না তদন্তের পর বৃহস্পতিবার দিকে হাতিটি মাটি চাপা দেওয়া হয়েছে।
রামু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অসীম বরণ সেন বলেন, হাতিটির অসুস্থতার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কিন্তু হাতিটি এতটা মুমূর্ষ অবস্থায় ছিল যে, আমি কোনো ধরনের চিকিৎসা দিতে পারিনি। এর আগেই হাতিটির মৃত্যু হয়। তিনি বলেন, হাতিটির অনেক বয়স হয়েছে। শরীরের বাইরের অংশে কোনো ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারনা করা যায়,অসুস্থতা জনিত এবং স্ট্রোক করে হাতিটির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডা. অসীম।












