কক্সবাজারের রামুর গর্জনীয়া ইউনিয়নে ২৮৬ জন দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল এইড। গত শুক্রবার গর্জনীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, স্যোশাল এইড’র চেয়ারম্যান প্রসূন কুমার বড়ুয়া, প্রোগ্রাম ম্যানেজার এম নাছির উদ্দিন, ফ্রি মেডিকেল ক্যাম্পের সমন্বয়ক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন সাহেদ, গর্জনিয়া ইউনিয়নের সচিব আবুল কাশেম, মোহাম্মদ ইউচুপ সিকদার, মোহাম্মদ আবদুল্লাহ, ইমরুল চৌধুরী, সাইফুল ইসলাম, শুভ শর্মা, আব্দুল মোমেন প্রমুখ। দিনব্যাপী এ স্বাস্থ্য ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধমে ২৮৬ জন রোগিকে ঔষধসহ ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে সোশ্যাল এইডের পক্ষে পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করা হয়।