রামুর গর্জনিয়া ইউনিয়নে পানির সেচযন্ত্র চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গর্জনিয়ার থোয়াংগেরকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই কৃষকের নাম মোহাম্মদ ইউনুছ (৪৫)। তিনি একই গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বার জানিয়েছেন- মাঠে থাকা একটি সেচ ঘরে বিদ্যুতায়িত হয়ে কৃষক মোহাম্মদ ইউনুছ ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।