রামুর গভীর জঙ্গলে মৃত হাতি

রামু প্রতিনিধি | সোমবার , ৪ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়ার গহীন পাহাড়ের একটি জলাধারে বন্যহাতির মরদেহ পাওয়া গেছে। গতকাল রবিবার সকালে স্থানীয়রা মৃত হাতি দেখতে পেয়ে বনবিভাগের লোকজনকে খবর দেয়। পরে এটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়।

ধোয়াপালং রেঞ্জ অফিসার আব্দু রশিদ জানান, ময়নাতদন্ত শেষে হাতিটিকে ওই স্থানে গর্তে করে পুঁতে ফেলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে পায়ে আঘাত এবং সংক্রমণের কারণে হাতিটির মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃত হাতিটির সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন আছে এবং রশি পেচানো ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, হাতিটি হয়ত দুয়েকদিন আগে মারা গেছে। সামনের বাম পায়ে আঘাতের চিহ্ন আছে এবং রশি পেচানো আছে বলে শুনেছি। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সরওয়ার আলম বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে যায়। তখন আরও কয়েকটি বন্যহাতি মৃত হাতিটিকে পাহারা দিচ্ছিল। পরে হাতিগুলো সরে গেলে সেটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়। হাতির মরদেহ দেখে মনে হয়েছে অন্তত আরও একদিন আগে হাতিটি মারা গেছে। কি কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে। রামুতে গভীর জঙ্গল থেকে মৃত হাতি উদ্ধার।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড সাগর উপকূলে অজ্ঞাত যুবকের লাশ
পরবর্তী নিবন্ধছয় মাসে সর্বনিম্ন প্রবাসী আয় আগস্টে