রামুতে রেল বিটের নাট বল্টু খুলে নিয়েছে কারা

দ্বিতীয় দিনে আধ ঘণ্টা দেরিতে ছাড়ল কক্সবাজার এক্সপ্রেস

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

বাণিজ্যিকভাবে চালুর দ্বিতীয় দিনে কক্সবাজারচট্টগ্রাম রুটের রামু উপজেলার রশিদনগরে রেললাইনের বিটের নাটবল্টু খুলে ফেলার ঘটনা ঘটেছে। তাই আধা ঘণ্টা বিলম্বে ছেড়েছে কক্সবাজার এক্সপ্রেস। তবে এটি চুরির ঘটনা নাকি নাশকতার চেষ্টা তা নিশ্চিত করতে পারেননি পুলিশ ও সংশ্লিষ্ট কেউ।

গতকাল শনিবার সকালে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ায় রেললাইনের এ ত্রুটির ঘটনাটি অবহিত হন বলে জানান কক্সবাজার আইকনিক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী। তিনি জানান, গতকাল সকালে গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রামকক্সবাজার রুটের রামু উপজেলার কাহাতিয়া পাড়ায় রেললাইনের বিটের নাটবল্টু খুলের ফেলার খবর পান। পরে বিষয়টি রেল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল স্তরে অবহিত করা হয়। এরপর রেল প্রকৌশলসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। রেললাইনের বিটের খুলে ফেলা নাটবল্টু পুনঃসংযোজনের কাজ শুরু করেন নির্মাণ শ্রমিকরা। তা শেষ করে ট্রেন চলাচল করার উপযোগী করতে বেলা সাড়ে ১২টা বেজে যায়। এর ফলে বেলা সাড়ে ১২টায় পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ট্রেন ছাড়া সম্ভব হয়নি। রেললাইন চলাচল উপযোগী হওয়ার পর দুপুর ১টায় কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এদিকে খবর পেয়ে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রামু উপজেলার ইউএনও ফাহমিদা মোস্তফা ও ওসি আবু তাহের দেওয়ানসহ প্রশাসনের সংশ্লিষ্টরা।

রামু থানার ওসি আবু তাহের বলেন, ঘটনাস্থলে রেললাইনের বিটের নাটবল্টু খুলে ফেলা অবস্থায় দেখা গেছে। এটি চুরির ঘটনা নাকি নাশকতার চেষ্টা তা নিশ্চিত হওয়া যায়নি। কারা, কী উদ্দেশ্যে সংঘটিত করেছে এবং যারা জড়িত তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধপেটের মধ্যে ৭ কেজির ‘সোনার ডিম’
পরবর্তী নিবন্ধচার স্ক্যানার স্থাপনের স্থান চূড়ান্ত করলেন এনবিআর চেয়ারম্যান