কক্সবাজারের রামুতে অজ্ঞাত এক যুবকের (৩৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টায় খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়াপালং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, দুপুরে পশ্চিম গোয়ালিয়া এলাকার পাহাড়ের ঢালুতে একটি বস্তাবন্দি লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামান বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।












