রামুতে প্রাইভেটকার-টমটম মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২৬ অপরাহ্ণ

কক্সবাজার-টেকনাফ সড়কের রামু খুনিয়াপালং এলাকায় প্রাইভেটকার ও ইজিবাইকের (টমটম) মুখোমুখি সংঘর্ষে গভীর খাদের পড়ে একজন নিহত ও আটজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তি হলেন টমটম চালক আইয়ুব আলী আকবর (৫০)। তিনি খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে৷

জাহাঙ্গীর আলম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বিপরীত থেকে আসা প্রাইভেট কার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুটি যানবাহনই পাশের ছড়ায় ছিটকে পড়ে। পথচারীরা প্রাণপণ চেষ্টা উভয় যানবাহনের যাত্রী ও চালকের দের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মাদকসহ গ্রেপ্তার ৫, মোটরসাইকেল জব্দ
পরবর্তী নিবন্ধ‘‌যোগ্য লোকের কাজের অভাব নেই জার্মানিতে’