রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

তারা রান্নাঘরে রাতের খাবার খাচ্ছিলেন

রামু প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ডিসেম্বর, ২০২২ at ৬:২২ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুর কাউয়ারখোপ এলাকায় পাহাড় ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে স্বামী, স্ত্রী, শাশুড়ি ও পুত্রবধূ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, সারাদিন বাইরে কাজ করে আজিজুর সন্ধ্যায় বাড়িতে ফিরেন। তিনি পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রান্নার ঘরে খাবার খেতে বসেছিলেন। এ সময় আজিজুরের রান্না ঘরের উপর পাহাড় ধসে পড়ে এবং পরিবারের সদস্যরা মাটি চাপা পড়েন।

ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মাটিচাপা অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করে। মাটিচাপা অবস্থায় আরও কেউ আছে কি-না তার সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা সৌমেন আরও বলেন, অসময়ে কেন পাহাড় ধসের ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে।

রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মোস্তফা। এ সময় তিনি বলেন, পরিবারটি পাহাড়ের পাদদেশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করে আসছিল। সন্ধ্যায় পরিবারের সবাই মিলে খাবার খেতে বসলে রান্নাঘরের উপর পাহাড় ধসে পড়ে এবং চারজনের মৃত্যু হয়। পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া এবং মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

পূর্ববর্তী নিবন্ধসভাপতি, সাধারণ সম্পাদক পদে কে আসছেন
পরবর্তী নিবন্ধবিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানকে ‘জঘন্য’ বললেন ফখরুল