রামুতে নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার

অর্থায়নে ফিফা, জমি হস্তান্তর

রামু প্রতিনিধি | মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে ২০ একর জায়গার উপর নির্মিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার (সেন্টার অব এঙিলেন্স)। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় পর্যটন নগরী কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরাদ্দকৃত জমির দলিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাইমুম সরওয়ার কমল এমপি, ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলী রেজা, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ, সদস্য বিজন বড়ুয়া প্রমুখ।

জমি হস্তান্তর অনুষ্ঠানে এমপি কমল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছায় কক্সবাজারে প্রতিষ্ঠিত হচ্ছে বাফুফে টেকনিক্যাল সেন্টার (সেন্টার অব এক্সিলেন্স)। আন্তর্জাতিক মানের এ ফুটবল ট্রেনিং সেন্টার স্থাপনে জমি নির্বাচন ও ছাড়পত্র পেতে ও পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বিলম্ব হলেও আজ তা বাস্তবায়ন হচ্ছে। বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ফিফার অর্থায়নে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২০ একর জায়গায় নির্মিত হবে বাফুফের এ সেন্টার অব এঙিলেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের এ জমিটি পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে হস্তান্তর করা হয়েছে। ফিফার ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় ৩৫ কোটি টাকা পাবে ফুটবল ফেডারেশন। আগামী এক বছরের মধ্যে পর্যটন নগরী কক্সবাজারে দৃশ্যমান হবে এটি।

বাফুফে সেন্টার অব এক্সিলেন্সের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান, বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ।

তিনি বলেন, জমির দলিল হাতে পেয়েছি। বিষয়টি ফিফাকে জানানো হবে। শীঘ্রই এ বিষয়ে কনসালট্যান্ট কোম্পানি নিয়োগ প্রক্রিয়া শুরু করবে ‘ফিফা’।

রামু উপজেলার শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি মাঠে জমি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফিফার দক্ষিণ এশিয়া অঞ্চলের ডেভলপমেন্ট অফিসার প্রিন্স রুফোজ, কঙবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমীন আল পারভেজ, কঙবাজার বন বিভাগীয় কর্মকর্তা (দক্ষিণ) সারোয়ার আলম, কঙবাজার ফুটবল এসোসিয়েশন সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, শহীদ এ টি এম জাফর আলম মাল্টিডিসিপ্লিন একাডেমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম রহমান, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক, সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান চৌধুরী প্রমুখ। শেষে সাইমুম সরওয়ার কমল এমপি, বাফুফে ও সকল দপ্তরের কর্মকর্তারা বরাদ্দকৃত জমি পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধপুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধজামিন চাইতে গিয়ে পরিবেশমন্ত্রীর জামাই কারাগারে