রামুতে ডাকাত শাহীনের ম্যানেজার অস্ত্রসহ আটক

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলার রামু গর্জনিয়া থেকে সীমান্ত চোরাচালান চক্রের প্রধান কারান্তরীণ শাহীনের অন্যতম সহযোগী নুরুল আবছারকে (৩৪) আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে রামুর গর্জনিয়া ইউনিয়নের বোমাংখিল এলাকা থেকে ৪টি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় দুইনলা বন্দুক, ৮ রাউন্ড গোলাবারুদ, ৬টি খালি খোসাসহ তাকে আটক করা হয়। আটক নুরুল ওই এলাকার ফরিদুল আলমের ছেলে। বিজিবি জানিয়েছে, গত ২১ জুলাই সীমান্তের জামছড়ি বিওপির জব্দকৃত ৯৬৬০ পিস বার্মিজ ইয়াবার মামলায় পলাতক আসামি ছিলেন নুরুল আবছার। তিনি ২০২৪ সালের ১৪ মার্চ গর্জনিয়ার থিমছড়ি এলাকায় তালেব হত্যাকাণ্ডের ঘটনায় ডাকাত শাহীনের বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল বলে দাবি করেছে বিজিবি। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্ত ও পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাহীনের গরু ও মাদক চোরাচালানে নুরুল আবছার অন্যতম সহযোগী ছিলেন। নুরুল আবছার ডাকাত শাহীনের মিয়ানমার থেকে আনা গরুর খামারের ম্যানেজার ছিলেন। এছাড়া ডাকাত শাহীনের বর্তমান নানা এজেন্ডা বাস্তবায়নে জড়িত তিনি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ও সমাজ উন্নয়নে জিনাত আজম ও অজিত কুমার আইচের ভূমিকা অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধনালায় পড়ে নিহত শিশু হুমায়রার পরিবারে মেয়রের আর্থিক সহায়তা