কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি এলাকায় চিহ্নিত ডাকাত ও অস্ত্রধারী সস্ত্রাসী শাহিনুর রহমান ওরফে ডাকাত শাহিনের আস্তানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় অস্ত্র, মাদক, জাল নোট ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার ভোরে উপজেলার গর্জনিয়ার মাঝিরকাটা এলাকায় চালানো এ অভিযানে সিসি ক্যামেরা ও টাকা গণনার মেশিনও উদ্ধার করা হয়েছে।
র্যাবের পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়েছে, ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানের সময় শাহীন তার বাড়িতে ছিলেন না। তবে তার নবনির্মিত বাড়ি থেকে ১৯ রাউন্ড রাইফেলের গুলি, একটি টাকা গণনার মেশিন, দুটি দা, একটি ল্যাপটপ ও চারটি আইপি ক্যামেরা, মাদক, জাল নোট ও ওয়াকিটকি জব্দ করা হয়। র্যাব জানায়, শাহীন একজন চিহ্নিত অস্ত্র ও মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শাহীনুর রহমান শাহীন এলাকায় ‘ডাকাত শাহীন’ নামে পরিচিত।