রামু উপজেলার খুনিয়াপালংয়ে ট্রাক–টেক্সির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সাহাবউদ্দিন জীবন (৩০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল শুক্রবার দুপুর ২ টায় খুনিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। হতাহতরা সবাই সিএনজিচালিত টেক্সির যাত্রী ছিলেন।
নিহত সাহাব উদ্দিন জীবন উখিয়ার হলুদিয়াপালং বত্তাতলী এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি কক্সবাজারে স্থানীয় দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল জুমার নামাজের সময় কক্সবাজার–টেকনাফ সড়কে কক্সবাজারমুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে টেকনাফমুখী টেক্সিকে ধাক্কা দিলে টেক্সির সামনের আসনে বসা যাত্রী সাহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান। এ সময় চালকসহ অন্যান্য যাত্রীরা গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় জনতা কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করলে প্রায় ৩ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সহযোগিতা করে।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি নাছির উদ্দীন বলেন, ঘাতক ট্রাক এবং টেক্সিটি থানার হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।