কক্সবাজারের রামুতে জুমার নামাজ পড়তে গিয়ে চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বাইপাস মসজিদে নামাজ পড়তে গিয়ে তারা আর ঘরে ফিরেনি। এ নিয়ে স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিখোঁজরা হল, রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল ও কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন। পরিবারের সদস্যরা জানান, তারা জুমার নামাজের জন্য ঘর থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় রামু থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ কিশোর মোস্তফা কামালের বড়ভাই ইয়াছিন আরফাত বলেন, হঠাৎ এমন কি হলো চারজনই একসাথে নিখোঁজ হল? আমরা কিছুই বুঝতে পারছি না। তারা কোথায় আছে আমরা অনুমান করতে পারছি না। এর মধ্যে সব আত্মীয়–স্বজনের বাড়িতে খোঁজ নেয়া হয়েছে। কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি। নিখোঁজ আবদুল হামিদ ছমিরের চাচা মোস্তাফা কামাল বলেন, আমরা পুলিশের কাছে বিষয়টি জানিয়েছি। থানায় সাধারণ ডায়েরি করেছি। এখন পুলিশের কাছে আমাদের আবেদন তারা যেন আমাদের ছেলেদের উদ্ধার করেন।
রামু থানার তদন্ত কর্মকর্তা মো. ফরিদ বলেন, নিখোঁজদের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। ইতোমধ্যে নিখোঁজদের পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।