কক্সবাজারের রামু উপজেলা পরিষদে সম্প্রতি ‘ক্যারিয়ার টকস অন জব অপরচুনিটি জেনারেশন ফর উইমেন অ্যান্ড ইয়ুথ’ শীর্ষক কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর আইএসইসি ট্যুরিজম সেক্টর সাপোর্ট ইমপ্লিমেন্টেশন পার্টনারশিপ ইনিশিয়েটিভের আওতায় এনরুট এই সেমিনারের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। তিনি বলেন, সীমাবদ্ধতাগুলো কাটিয়ে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
বিশেষ প্যানেল আলোচক ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহানারা বেগম, ইস্টার্ন হোটেল ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা কাজী নাসির উদ্দিন, ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন কক্সবাজারের কনভেনার মিজানুর রহমান মিল্কি, কক্সবাজার হোটেল–মোটেল অফিসার্স এসোসিয়েশনের করিম উল্লাহ, ব্র্যাকের প্রতিনিধি রেজাউল মজিদ ও বি এম ইয়াস্রাফ হোসাইন। বক্তব্য দেন আইএলওর ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার এম নাভিদ আকবর, হোটেল প্রাসাদ প্যারাডাইসের ম্যানেজার মো. মহব্বত আলী ও আইএলওর কনসাল্টেন্ট মোহা. মোস্তাফিকুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।