রামুতে কারের সাথে মুখোমুখি সংঘর্ষে টমটম চালকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

রামুতে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে এক ইজিবাইক (টমটম) চালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার কক্সবাজারটেকনাফ সড়কের রামু খুনিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে একটি প্রাইভেট কারের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গভীর খাদে পড়ে চালক আইয়ুব আলী আকবর (৫০) নিহত হন। এ সময় আটজন আহত হয়েছেন। নিহত আইয়ুব আলী আকবর খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধসংস্কার প্রক্রিয়া সঠিকভাবে এগিয়ে নিতে হবে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ৬ মাসে নিহত ২০, বাড়ছে বাইক দুর্ঘটনা