রামুতে প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে এক ইজিবাইক (টমটম) চালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার কক্সবাজার–টেকনাফ সড়কের রামু খুনিয়াপালং এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে একটি প্রাইভেট কারের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে গভীর খাদে পড়ে চালক আইয়ুব আলী আকবর (৫০) নিহত হন। এ সময় আটজন আহত হয়েছেন। নিহত আইয়ুব আলী আকবর খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার বাসিন্দা।