চট্টগ্রাম–১০ আসনের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। গতকাল মঙ্গলবার শুরু হওয়া এ গণসংযোগকালে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, চট্টগ্রাম–১০ আসনের জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তারা উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচারের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে আগামী ১২ তারিখের অপেক্ষায় রয়েছে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ওয়ার্ড আমির ডা. শাহাদাত হোসেন, সেক্রেটারি আলমগীর, শাহজাহান, জাকির হোসেন, বাহার উদ্দিন, ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











