২৫নং রামপুর ওয়ার্ডে চাঁন জমাদার মসজিদ সংলগ্ন আবু ওবায়দাহ্ মাদ্রাসা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা হালিশহর থানা কমিটির উদ্যোগে গত ৫ ডিসেম্বর অসহায়, এতিম ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন মজুমদার ও সংগঠনের মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আওয়াল রুপু। উপস্থিত ছিলেন উজ্জ্বল কুমার নাথ, আমিনুল ইসলাম দীপু, আব্দুল মাবুদ, ইঞ্জিনিয়ার মোঃ আবিদ হোসেন, সাগর দেব নাথ, তপন দে, আফতাব আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।