চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এবং ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লীগের সেমিফাইনালে উঠেছে রামপুরা একাদশ এবং মোহরা স্পোটর্স একাডেমি। গতকাল দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে রামপুরা একাদশ ২-০ গোলে মোহরা ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
বিজয়ী দলের পক্ষে দুইটি গোলটি করেন রায়হান ও মেহেদী হাসান খেলার ২১, ৭০ মিনিটে। খেলা পরিচালনা করেন রতন কান্তি দাশ গুপ্ত। সহকারী হিসাবে ছিলেন মোঃ জসিম, মোঃ ওয়াহিদুল আলম, দেলোয়ার হোসেন। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোহরা স্পোটর্স একাডেমি ১-০ গোলে কাজল ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের পক্ষে খেলার ২৯মিনিটের সময় একমাত্র গোলটি করে জালাল উদ্দিন জিহাদ ।
খেলা পরিচালনা করেন বিটু বড়ুয়া। সহকারী হিসাবে ছিলেন মোঃ জসিম উদ্দিন, মোঃ আবদুল কাদের ও মোঃ শওকত আলী। আজ তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে । তৃতীয় কোয়ার্টার ফাইনালে দুপুর ২টায় মুখোমুখি হবে শিকলবাহা স্পোর্টস একাডেমি এবং কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি। টুর্নামেন্টের চতুর্থ এবং শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় বিকেল সোয়া তিনটায় কে.এম স্পোর্টিং ক্লাব এবং নিমতলা এভারগ্রীন ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে গতকাল প্রথম কোয়ার্টার ফাইনাল খেলার শুরুতে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানীজের ম্যানেজার কর্পোরেট অফের্য়াস ও ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন।
আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলার শুরুতে দু দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন সংস্থার যুগ্ম সম্পাদক ও ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান ইবাদুল হক লুলু। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, কমিটির ভাইস চেয়ারম্যান শামীম আজাদ খোকন, যুগ্ম সম্পাদক এম এ মুছা বাবলু, রাকিব মাহমুদ, মাহবুব উল আলম মুকুল, জহির উদ্দিন, সদস্য মোঃ নাছির।