রামগড় পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র রফিকুল আলম কামাল গতকাল সোমবার ২৬ কোটি ৪৪ লক্ষ টাকার এই বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা উপলক্ষে মেয়র রফিকুল আলম কামালের সভাপতিত্বে পৌরসভা চত্বরে সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রামগড় ৪৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।
বক্তব্য রাখেন রামগড় সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ, সাবেক সংসদ সদস্য মো. এ কে এম আলীম উল্লাহ, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি , উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আ.লীগ সভাপতি মো. মোস্তফা হোসেন, প্যানেল মেয়র মো. শামীম প্রমুখ।