খাগড়াছড়ির রামগড়ে ভারতীয় গরুসহ দুই চোরাকারবারিকে আটক করেছে রামগড় ব্যাটালিয়নের টহলকারী বিজিবি সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে রামগড় বিওপির টহলদল তাদের আটক করে। আটককৃতরা হল রামগড় শ্মশানটিলা গ্রামের শফিক উদ্দিনের ছেলে মো. মাঈন উদ্দিন (২৫) ও আব্দুল হাইয়ের ছেলে মো. মোবারক হোসেন (৩০)।
বিজিবি সূত্রে জানা গেছে, রামগড় বিওপির একটি টহল দল হাবিবুল্লাহর চর নামক স্থানে কয়েকজন লোককে ৬৭টি ভারতীয় গরু নিয়ে নদী পার হতে দেখে। টহলদল তাদের ধাওয়া করলে তারা গরুসহ শহরের দিকে পালিয়ে যায়। পরে তাদের ধাওয়া দিয়ে পুরাতন সিনেমা হল এলাকায় গিয়ে ২টি গরু জব্দ করে। হাসপাতাল এলাকার দিকে গা ঢাকা দেয়ার চেষ্টাকালে দুই চোরাকারবারিকে আটক করে রামগড় থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।












