রামগড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী কামাল

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিকুল আলম কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অপর দুই প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ শাহজাহান ও সাবেক ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের মনোনয়ন জমা দেননি। ফলে ১১ অক্টোবর যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ হলে তিনিই হবেন রামগড় পৌরসভার মেয়র।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা সহকারী রির্টানিং অফিসার দেবাশিষ দাস জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়ন সংগ্রহ করা অন্য দুজন মনোনয়ন পত্র দাখিল করেননি।
এদিকে মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল আলম কামাল সাংবাদিকদের কাছে দেশের উন্নয়নের স্রোতধারায় রামগড়কে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। রামগড় পৌরসভাকে ডিজিটাল পৌরসভা হিসাবে গড়ে তুলতে সকল কাজ শতভাগ হয়রানিমুক্ত করারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এর আগে গতকাল বেলা ১২টার দিকে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধজটিল রোগে আক্রান্ত নির্বাচন কমিশন : ইসি মাহবুব
পরবর্তী নিবন্ধস্কুল থেকে পরিত্যক্ত কিরিচ উদ্ধার