রামগড়ে পারিবারিক দ্বন্দ্বে গোলাগুলি, দুই ভাই গুলিবিদ্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ১৬ নভেম্বর, ২০২০ at ১০:১৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় কাজী পরিবারে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে রামগড় পৌরসভার মেয়রের দুই ভাই গুলিবিদ্ধ হয়েছে। রোববার রাতে রামগড় পৌর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় পৌর মেয়র কাজী রিপনের ছোট ভাই কাজী শিপন ও কাজী শাহেদ গুলিবিদ্ধ হন। রাতে তাদেরকে চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ।
রামগড় পৌরসভার মেয়র কাজী রিপন বলেন, ‘রাতে (রোববার) আমার ছোট ভাই কাজী শিপন ও শাহেদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। এসময় তাদের পায়ে ও মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ দুইজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়।’ তিনি আরো জানান, ‘মসজিদের জমি অধিগ্রহণকে কেন্দ্রকে আমাদের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে এই ঘটনা ঘটেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছি আমার আরেক ভাই শিমুলের হাতে এসময় অস্ত্র ছিল। তবে কীভাবে এই ঘটনা ঘটেছে তা বলতে পারছি না।’
রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান,‘এটি মূলত তাদের (কাজী পরিবার) পারিবারিক বিরোধের জেরে গোলাগুলি হয়েছে। তবে এই ঘটনায় একজনের মাথায় এবং অন্য জনের পায়ে গুলি লাগে। দুজনকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখব।’

পূর্ববর্তী নিবন্ধঢাকায় সিপিডিএলের নতুন প্রকল্প
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় আজিজ স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন