রামগড়ে নৌকার মনোনয়ন পেলেন কামাল

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:১৯ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে দলের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় চূড়ান্ত করা হয়। দলের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই যৌথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খাগড়াছড়ির রামগড় পৌরসভায় মো. রফিকুল আলম (কামাল) মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি রামগড় পৌর আওয়ামীলীগের সভাপতি। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধইউনিয়ন কমিটি ঘোষণা নিয়ে দ্বন্দ্ব
পরবর্তী নিবন্ধএবার ধ্বংস করা হবে নিলাম অযোগ্য ১৮৮ কন্টেনার পণ্য