রামগড়ে অবৈধ বালু মহালে অভিযান

পাম্প মেশিনসহ সরঞ্জাম জব্দ করে নিলামে

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ের ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের দুর্গম এলাকার পিলাক খালে অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এসময় ওই অবৈধ বালু মহালে মজুত বিপুল পরিমাণ বালু ও খাল থেকে বালু উত্তোলনের পাম্প মেশিনসহ অন্যান্য সামগ্রী জব্দ করে নিলামে নেয়া হচ্ছে। গতকাল বুধবার বিকেলে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড় পেরিয়ে পিলাক খালের হাছান রাজা ঘাট এলাকায় শক্তিশালী পাম্প মেশিনের মাধ্যমে স্থানীয় মেম্বার আবদুল লতিফ খাল থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন দীর্ঘদিন। উত্তোলিত বালু পরিবহনের জন্য উঁচু পাহাড় কেটে মহাল পর্যন্ত দীর্ঘ কাঁচা রাস্তাও তৈরি করেন অভিযুক্ত ওই মেম্বার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাত জানান, অভিযানের খবর পেয়ে অবৈধ বালু মহালে নিয়োজিতরা সবাই পালিয়ে যায়। মহালটির মালিক ইউপি মেম্বার আব্দুল লতিফকে খবর দেয়া হলেও তিনিও হাজির হননি। মোবাইল ফোনটিও বন্ধ করে রাখেন তিনি। ইউএনও আরও জানান, জব্দকৃত বালু ও অন্যান্য সামগ্রী নিলামে বিক্রি করে সরকারি রাজস্ব তহবিলে জমা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাধনপুরের যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত
পরবর্তী নিবন্ধমোহাম্মদ জাহাঙ্গীর রূপালী ব্যাংকের নতুন এমডি ও সিইও