রাব্বির সেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছে চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের দুই তরুন ইয়াসির আলি রাব্বি এবং ইরফান শুক্কুরের দারুন ব্যাটিং এর সুবাধে জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচে রাজশাহীর বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক চট্টগ্রাম। ইয়াসির আলি রাব্বির দুর্দান্ত সেঞ্চুরি এবং ইরফান শুক্কুরের হাফ সেঞ্চুরির সুবাধে চট্টগ্রাম তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৪৯ রান। ফলে রাজশাহীর প্রথম ইনিংসের চাইতে ১৮৩ রানে এগিয়ে যায় চট্টগ্রাম্‌ জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রাজশাহী তিন উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭৯ রান। এখনো ১০৪ রানে পিছিয়ে রাজশাহী। ইনিংস পরাজয় এড়াতে হলে আরো ১০৪ রান করতে হবে রাজশাহীকে। এর আগে প্রথম ইনিংসে রাজশাহী করেছিল ১৬৬ রান। ম্যাচের প্রথম দিনেই হাফ সেঞ্চুরি তুলে নেওয়া ইয়াসির আলি রাব্বি গতকাল আবার ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মোমিনুল হককে সঙ্গী করে। দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি তুলে নেন চট্টগ্রামের এই তরুন। এটি এই মৌসুমে তার প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে ক্যারিয়ারে নবম প্রথম শ্রেনীর সেঞ্চুরি। আগের দিনের দুই উইকেটে ১২৬ রান নিয়ে খেলতে নামা রাব্বি এবং মোমিনুল আরো ৩০ রান যোগ করেন। হাফ সেঞ্চুরি করার পরের বলেই ফিরেন অধিনায়ক মোমিনুল। ৯৪ বলে ৫০ রান করেন তিনি। শাহাদাত হোসেনকে নিয়ে ৩৯ রান যোগ করার পর ইরফান শুক্কুরকে নিয়ে আরো ৪৩ রান যোগ করেন রাব্বি। ১৫৩ বলে নিজের সেঞ্চুরি তুলে নেওয়া রাব্বি শেষ পর্যন্ত ফিরেন ১২৯ রান করে। তার ১৯৮ বলের ইনিংসটিতে ১৫টি চার এবং ৩টি বিশাল ছক্কার মার ছিল। এরপর ইরফান শুক্কুর তুলে নেন তার হাফ সেঞ্চুরি। ৬৩ রান করে ফিরেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। তার ১০৪ বলের ইনিংসটিতে ৭টি চার এবং একটি ছক্কার মার ছিল। শেষ দিকে মেহেদী হাসানের ৩৬ রানের সুবাধে ৩৪৯ রানে গিয়ে থামে চট্টগ্রাম। রাজশাহীর পক্ষে ৯৯ রানে ৫ উইকেট নিয়েছেন সানজামুর। ১১৯ রানে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা রাজশাহী শুরুতেই ধাক্কা খায়। ১৫ রানের মাথায় তানজিদকে ফেরান মেহেদী হাসান। ৩১ রানের মাথায় নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন মেহেদী হাসান। নাঈম হাসান এসে মিজানুর রহমানকে ফিরিয়ে দিলে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজশাহী। তবে জহিরুল ইসলাম এবং তৌহিদ হৃদয় মিলে দিনের বাকি সময়টা পার করে দেন। জহিরুল ২১ এবং হৃদয় অপরাজিত ২৬ রানে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সেনানিবাসে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
পরবর্তী নিবন্ধস্কুল হকি লিগে মিউনিসিপ্যালের জয়