রাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ২০ আগস্ট, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার ও উপউপাচার্য অধ্যাপক ড. কাঞ্চন চাকমা। গত ১৮ আগস্ট উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য হিসেবে যোগদানের কয়েকমাস পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আসলেও সমপ্রতি শেখ হাসিনার সরকার পতনের পরই বিষয়গুলো প্রকাশ্যে আসে। গত রোববার শিক্ষক সমিতির জরুরি বৈঠক শেষে উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত আলটিমেটাম দেন শিক্ষকরা।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীদের আলাদা উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগের দাবি জানায় এবং পদত্যাগ করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কাযক্রম বন্ধের ঘোষণা দেন। এরমধ্যে রাতেই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসা. হাবিবাসহ শিক্ষকশিক্ষার্থীদের একটি দল ভিসি ও প্রোভিসির বাসভবনে গিয়ে পদত্যাগে বাধ্য করেন এবং পদত্যাগ করেন দুই শীর্ষ অভিভাবক।

পূর্ববর্তী নিবন্ধমহানগর স্বেচ্ছাসেবক দলের র‌্যালি
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিল-প্রদীপ প্রজ্বলন