রাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৮ শতাংশ

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জিএসটি গুচ্ছভুক্ত ২০২৪২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত রাবিপ্রবি ক্যাম্পাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় মোট ৫৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১৫ জন উপস্থিত এবং ৬৫ জন অনুপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৮৮ দশমিক ৭৯ শতাংশ। রাবিপ্রবির ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মো. আতিয়ার রহমান বলেন, আমরা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা ও অবকাঠামোগত পরিবর্তন সাধনের মাধ্যমে পরীক্ষার্থীদের জন্য চমৎকার পরিবেশ সৃষ্টি করেছি। ছাত্ররা অনেক আশা করে এ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসেছে এবং পরীক্ষায় উপস্থিতির সংখ্যা চমৎকারএটিও একটি আশার বাণী। তাদেরকে যদি আমরা যথাযথ শিক্ষার পরিবেশ দিতে পারি, তারা আগামীর স্বপ্ন পূরণের জন্য এবং এ বিশ্ববিদ্যালয়ের চাহিদা পূরণের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি হবে। প্রসঙ্গত, আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ‘ভাষাগত দক্ষতার ভারসাম্য’ বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধচবিতে শহীদ মো. ফরহাদ হোসেন হল উদ্বোধন