রাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৬:৫৩ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। গতকাল বৃহস্পতিবার রাবিপ্রবি ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও রাবিপ্রবির যৌথ কর্মসূচিতে ‘গেস্ট অব অনার’ ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আখতার। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, উপউপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, ব্যবসা প্রশাসন অনুষদের ডিন সূচনা আখতার প্রমুখ। বৃক্ষরোপণ শেষে উপাচার্যের নিজ কার্যালয়ে তিনি অতিথিদেরকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান মোতাবেক চলমান অবকাঠামো নির্মাণের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধবদলিকে ‘সুযোগ’ হিসেবে দেখছেন হারুন