রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রসহ ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭ হাজার ৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে ৬,৬৬৯ জন উপস্থিত এবং অনুপস্থিত ছিলেন ৮৫১ জন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং প্রো –ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।এছাড়া রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জুয়েল সিকদার এবং ড. নিখিল চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভাইস চ্যান্সেলর সকল শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত ২০২২ এর সি ইউনিট এর ভর্তি পরীক্ষা দেশব্যাপী ১৯ টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে।