বাংলাদেশ রাবার বোর্ডের উদ্যোগে রাবার চাষে বিরাজমান সমস্যা ও সমাধানে করণীয় সম্পর্কে মতবিনিময় সভা গত ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। জুম প্লাটফর্মে আয়োজিত সভায় সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন কঙবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবার বোর্ডের সহকারী পরিচালক নার্গিস সুলতানা। সভায় রাবার বোর্ডের চেয়ারম্যান ভার্চুয়াল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাবার চাষের সংক্ষিপ্ত ইতিহাস এবং রাবার বোর্ড প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরেন। রাবার চাষ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কত গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে তিনি বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, বাংলাদেশে যত রাবার বাগান রয়েছে চট্টগ্রামে তার ৮০% রাবার চাষ হচ্ছে। রাবার গাছ এমন একটি গাছ, যে গাছ প্রতিদিন টাকা দেয়। দেশের ক্রমবর্ধনশীল চাহিদা মিটিয়ে বিদেশে রফতানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। সভায় কঙবাজার জেলা প্রশাসক বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও চেয়ারম্যান রাবার বোর্ডকে এগিয়ে নেওয়ার নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তিনি কক্সবাজারে রাবার চাষীদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।