নগরীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে প্রাকৃতিক রাবার ও রাবার ভিত্তিক শিল্পপণ্য মেলা-২০২২। গতকাল দুপুরে নগরীর সিজেকেএস জিমনেসিয়াম মাঠে মেলার পঞ্চমদিন এ উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়। ‘বাংলাদেশে রাবার চাষ: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ও মূখ্য আলোচক ছিলেন মহা হিসাব নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী। তিনি বলেন, রাবার নিঃসন্দেহে একটি লাভজনক সেক্টর। বহুমাত্রিক ব্যবহার থাকলেও কেন যেন মনে হয় রাবার শিল্প খানিক অবহেলিত। তবে হতাশার পেছনে আলোর পথযাত্রা শুরু করেছি। আমরা ত্যাগ ও সংগ্রাম করে উন্মোচন করতে যাচ্ছি রাবার শিল্পের এক ভিন্ন মাত্রা। আমি প্রত্যাশা করবো রাবার অবশ্যই কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি পাবে এবং একদিন আমাদের সম্ভাবনা ও গর্বের বিষয় হবে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিএফআরআইয়ের বিভাগীয় কর্মকর্তা ড. মাহবুবুর রহমান।
সেমিনারে আলোচক ছিলেন বীমা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী এবং বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বাংলাদেশ রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান।