লোহাগাড়ার পদুয়ায় হাঙ্গর খালের রাবার ড্যামে অতিরিক্ত পানি জমে প্রায় ২০ একর জমির ক্ষেত নষ্ট হয়ে গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ইউনিয়নের ফরিয়াদেরকুল এলাকায় খালের পাড় ভেঙে পানিতে তলিয়ে যায় এসব ক্ষেত।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ফরিয়াদেরকুল নুনুর মার ঘাটা এলাকায় এই রাবার ড্যাম স্থাপন করে। গত ৫ আগস্ট সরকার পতনের পর ফরিয়াদেরকুল হাঙ্গর খাল পানি ব্যবস্থাপনা কমিটি বিলুপ্ত হয়ে যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় তিন ব্যক্তিকে রাবার ড্যাম দেখভাল ও পানি বাড়ানো কমানোর দায়িত্ব দেয়। পরিচালনার দায়িত্বে থাকাদের অদক্ষতার কারণে রাবার ড্যাম এলাকার প্রায় দুইশ ফুট উজানে হাঙ্গর খাল সংযুক্ত হইলমারা ছড়ার পাড় ভেঙে পানি ক্ষেতে ঢুকে পড়ে। এতে ৩০ জন কৃষকের প্রায় ২০ একর জমির আমন ধানের চারা, বীজতলা ও রবি শষ্য নষ্ট হয়ে গেছে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, গত বুধবার বিকেলে রাবার ড্যাম সংলগ্ন হইলমারা ছড়ার পাড় ফুটো হয়ে পানি বের হয়। এরপর স্থানীয় কৃষকরা সেই স্থানে মেরামত করেন। পুনরায় রাত ১০টায় ওই স্থানে ভাঙন দেখা দিলে কৃষকরা মেরামত করে বাড়িতে চলে যান। এরপর রাতে পুরো পাড় ভেঙে যায়। সকালে কৃষকরা দেখতে পান তাদের ক্ষেত পানির নিচে।
ক্ষতিগ্রস্ত মো. নাছির, আবুল হোসেন ও বাসু মাঝি জানান, রাবার ড্যাম পরিচালনা কমিটি থাকাকালীন দেখভাল করার জন্য মানুষ রাখতেন। কিন্তু চলতি বছর পূর্ণাঙ্গ কমিটি না থাকায় বর্তমানে দায়িত্বে থাকাদের অবহেলার কারণে খালের পাড় ভেঙে পানি জমিতে প্রবেশ করে। এতে প্রায় ২০ একর জমির রবিশষ্য ও ধানের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। অতীতে কোনদিন এই ধরনের ঘটনা ঘটেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
হাঙ্গর খালের রাবার ড্যাম পরিচালনার দায়িত্বে থাকা হোবাইবুর রহমান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মতে রাবার ড্যাম ফুলানো হয়েছে। রাবার ড্যামের উজানে খালের পাড় ফুটো হয়ে পানি বের হবার খবর পেয়ে সেখানে লোকজন পাঠিয়ে মেরামত করা হয়। ড্যাম পরিচালনা দায়িত্বে থাকাদের অবহেলার কথা অস্বীকার করে তিনি বলেন, মূলত এটি একটি দুর্ঘটনা। তবে পাড় ভেঙে পানি জমিতে প্রবেশ করায় কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম জানান, পদুয়ায় হাঙ্গর খালে রাবার ড্যাম সংলগ্ন এলাকা বাঁধ ভেঙে কৃষিজমি প্লাবিত হয়ে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হবার সত্যতা পাওয়া গেছে। উপ–সহকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানি নেমে যাবার পর বীজ ও চারা প্রয়োজন হলে কৃষকদের সরবরাহ করার চেষ্টা করবেন বলে জানান তিনি।