রাফি স্মৃতি টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল

| সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৯:১১ পূর্বাহ্ণ

নবীন মেলার ব্যবস্থাপনায় আয়োজিত রাফি স্মৃতি উম্মুক্ত টেবিল টেনিস টুর্নামেন্ট আগামীকাল সাফা আর্কেড কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে । এতে অংশ গ্রহণকারী স্কুল ও কলেজ গুলো হচ্ছে প্রেসিডেন্সী স্কুল এন্ড কলেজ, ইস্পাহানী স্কুল এন্ড কলেজ, আই ইউ বি, কাফকো স্কুল এন্ড কলেজ, লিডার্স স্কুল এন্ড কলেজ, সরকারী মুসলিম হাই স্কুল, কদম মোবারক সিটি করপোরেশন বালক বিদ্যালয়, শাহ ওয়ালী উল্লাহ ইনস্টিটিউট, কলেজিয়েট স্কুল, সেন্ট প্লাসিডস স্কুল এন্ড কলেজ, ফুলকি, চট্টগ্রাম সরকারী স্কুল, সার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল, বাকলিয়া সরকারী স্কুল ও কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়। অংশ গ্রহণকারী খেলোয়াড়দের সকাল ৯টার মধ্যে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করবেন কর কমিশনার (আপীল) মিসেস সামিনা ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধদল জিতলেও আবারো ব্যাটে বলে ব্যর্থ সাকিব
পরবর্তী নিবন্ধদ্বিতীয় রাউন্ড শেষে শীর্ষে ১২ জন