চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজিত রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লিগে নতুন চ্যাম্পিয়ন হয়েছে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি। গতকাল রোববার দামপাড়া পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা ২৮ রানে মাঝিরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে। টসে জিতে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নামে। তারা ১২৮ রান সংগ্রহ করে। মিলেনিয়ামের পক্ষে মনিরুল ইসলাম ৩৩, মাহাদী হাসান ৩৬, আব্দুল মজিদ ৮, সাকিব চৌধুরী ১০ রান করেন। ১২৯ রানের টার্গেটে খেলতে নেমে মাঝিরঘাট বাদশা মিয়া স্মৃতি সংসদ ১০০ রানে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে ফাহিম পারভেজ ২২, শান্তুনু ১২ এবং নাজিমুল হাসান ১০ রান করেন। এছাড়া অতিরিক্ত সহ জমা হয় ৫৬ রান। খেলা শেষে বিকেলে পুরষ্কার বিতরন করেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি ও পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। তিনি চ্যাম্পিয়ন মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে ট্রফিসহ নগদ ২০,০০০ টাকা এবং রানার আপ বাদশা মিয়া স্মৃতি সংসদকে ট্রফিসহ নগদ ১৫,০০০ টাকার পুরস্কার তুলে দেন। লিগের সর্বাধিক রান সংগ্রহকারী বাদশা মিয়া স্মৃতি সংসদের শান্তুনু ভট্টাচার্য্য এবং সর্বাধিক উইকেট শিকারি একই দলের ওহিদুল ইসলামকেও পুরস্কৃত করা হয়। ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ হন মিলেনিয়াম ক্রিকেট একাডেমির ফখরুল ইসলাম। তিনি ক্রেষ্টসহ নগদ ৫,০০০ টাকা লাভ করেন।
এর আগে স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও উপ-পুুলিশ কমিশনার (দক্ষিণ) এস. এম. মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রয়াত রাফির পিতা ওসমান গনি মনসুর।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারন সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, সংস্থার নির্বাহী কমিটির সদস্য তৈয়বুর রহমান, সেকান্দর কবির, কায়সার মির্জা, ক্রিকেট কমিটির সম্পাদক ফরিদ আহমেদ, ও ভাইস চেয়ারম্যান আব্দুল হাই জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক আব্দুল গফুর পন্টি।
উপস্থিত ছিলেন ক্রিকেট কমিটির সদস্য অধ্যাপক যাহেদুর রহমান জাহেদ, আব্দুল্লা আল মামুন, নাসির মিয়া, ইয়াছিন আরাফাত, সাইফুল্লাহ চৌধুরী প্রমুখ।