রাফি স্মৃতি চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীর নাম ঘোষণা

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

গত শুক্রবার চট্টগ্রাম রোটারি সেন্টারে অনুষ্ঠিত ২৬তম রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ‘ক’ গ্রুপে (তৃতীয় শ্রেণি পর্যন্ত) গ্র্যান্ড এওয়ার্ড বিজয়ীরা হচ্ছেন, ইয়াসির নূর অপূর্ব, পুলিশ লাইন স্কুল, বন্দন চক্রবর্তী , ,জি, চার্জ স্কুল ও শুভ্রাংশী সাহা, সিলভার বেলস কিন্ডার গার্ডেন গার্লস হাই স্কুল। ‘খ’ গ্রুপে (৬স্ট শ্রেণি পর্যন্ত) গ্র্যান্ড এওয়ার্ড প্রাপ্তরা হচ্ছেন, নাফিসা আরফিন প্রীতি, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সমৃদ্ধি চক্রবর্তী, বাংলাদেশ এলিমেন্টারী স্কুল ও সাবরিনা হোসেন সাফা, সেন্ট জেভিয়ার্স স্কুল। ‘গ’ গ্রুপে (দশম শ্রেণি পর্যন্ত)। আদ্রি চৌধুরী, কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইসরাত জাহান তন্বী, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয় ও শ্রেয়শী বিশ্বাস, সিলভার বেলস গার্লস পাবলিক স্কুল। এছাড়াও প্রতিযোগিতায় তিনটি বিভাগে ১০ জন করে ৩০ জনকে স্পেশাল এওয়ার্ড দেয়া হয়েছে। তারা হচ্ছেনক গ্রুপ : যথাক্রমে; মুনতাহা বিনতে আনোয়ার, তিথি দত্ত, মুবাশশিরা ইবনতি মেঘা, আফনান তাজওয়ার আইলান, ইনায়া ওয়াজিহা ফালাক, অদ্বিতীয়া দাশ, ইরফান আহমেদ, মাকসুরা হাসান, তাসবিহা বিনতে কাদের, আরোহী চৌধুরী। খ গ্রুপ : প্রতীক কর্ণ দাশ, সম্পৃক্তা নাথ, আইনানী তাজরিয়ান আজমাইন, ফাহাদ বিন ফারহানা সিদ্দিকী, সমৃদ্ধি দে, নুসাইবা মানসুর, জয়ন্নিতা দাশ, সানজিদা ইসলাম সেতু, ফারদিন কোরেশী, প্রমা দাশ। গ গ্রুপে: আরাধ্য ঘোষ, হামিম মারতাজ আনোয়া, সাফিরাহ মাকারিন, রুদ্র জয় দাশ, নজমুল ইসলাম অথৈ, সাহ্নিধ্য দে, স্নেহা চৌধুরী, খাদিজা আক্তার ফাইজা তানিয়া ও সুর্বণা মহাজন। উল্লেখ্য, চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ) এবং রোটারী ও রোটারেক্ট ক্লাব অব ইসলামাবাদ, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত এবারে চিত্রাংকন প্রতিযোগিতায় ৫২৩জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএই দেশ মুসলমানদের, কিন্তু অধিকার সবার সমান
পরবর্তী নিবন্ধশিক্ষাবিদ নীলিমা রায় চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ