রাফি স্মৃতি ক্রিকেট লিগের কোয়ার্টার ফাইনালে সিসিএ ও ব্রাদার্স একাডেমি

| রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

রাফি স্মৃতি মহানগরী জুনিয়র (অনূর্ধ্ব১৮) ক্রিকেট লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি (সিসিএ) এবং ব্রাদার্স ক্রিকেট একাডেমি। পরপর দুটি খেলা জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। দামপাড়া পুলিশ লাইনস্‌ মাঠে গতকাল শনিবার দিনের প্রথম খেলায় চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ৪ উইকেটে স্বাধীনতা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে স্বাধীনতা ক্রিকেট একাডেমি ব্যাট করে সব উইকেট হারিয়ে ১১৩ রান করে। জবাবে চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

বিজয়ী দলের পক্ষে সুমন মিয়া ৪৪ রান করে এবং জুয়েল উদ্দিন ৪টি উইকেট নেয়। স্বাধীনতা ক্রিকেট একাডেমির পক্ষে আরাফাতুল ইসলাম ২৮ রান করে এবং জলিলুর রহমান ৩টি উইকেট দখল করে। দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৪৮ রানে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। ব্রাদার্স ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৯৩ রানের টার্গেট দেয়। জবাবে চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমি ১৪৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে রাকিবুল রহমান সর্বোচ্চ ৭০ রান করে এবং ওবাইদুর রহমান নেয় ৩টি উইকেট। চিটাগাং ইয়ুথ ক্রিকেট একাডেমির আসফাক আহমেদ ৪৩ রান করে এবং ইমন মুন্সি ২টি উইকেট লাভ করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম স্বর্ণশিল্পী সমিতি আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমুক্তকণ্ঠ গ্রিনের আন্তঃ ক্রীড়ার পুরস্কার বিতরণ সম্পন্ন