ইরফানুল গণি রাফির ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের এই দিনে দুরারোগ্য লিউকেমিয়ায় (ব্লাড ক্যানসার) আক্রান্ত হয়ে তার অকাল মৃত্যু হয়। তার স্মৃতিতে দেশের লিউকেমিয়া আক্রান্ত শিশুদের সুলভ চিকিৎসা সেবা দানে প্রতিষ্ঠিত হয় চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স এন্ড সাপোর্ট সার্ভিস (ক্লাশ)। রাফির মৃত্যু দিবস উপলক্ষে আজ বুধবার ক্লাশ ও তার পরিবারের উদ্যোগে কেরানখানিসহ কিছু ধর্মীয় অনুষ্ঠানাদি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ক্যান্সার ওয়ার্ডে ওষুধ-পথ্য এবং দরিদ্র রোগী পরিবারের মাঝে অর্থ অনুদানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।