রাফা ক্রিকেট ক্লাবের ফুটবল অনুশীলন শুরু

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত তৃতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহনকারী রাফা ক্রিকেট ক্লাবের ফুটবল দলের অনুশীলন গত বৃহস্পতিবার চট্টগ্রাম সরকারি কলেজের প্যারেড মাঠে শুরু হয়েছে। প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাফা ক্রিকেট ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম আবাহনী লিঃ এর পরিচালক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম বাবু, মো. হারুন অর রশীদ, দলের কোচ বাবর আলী, ম্যানেজার রেজাউল করিম বাবু, দলের কর্মকর্তা মো. জসীম মিয়া, মোস্তাফিজুর রহমান বাহাদুর, খালেদ ইবনে ছোটন প্রমুখ। পরে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

পূর্ববর্তী নিবন্ধপেয়ারার সুবাস ২৭ প্রেক্ষাগৃহে, ২১টিতে ট্র্যাপ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কারাতে এসো’র বার্ষিক আউটডোর ট্রেনিং ক্যাম্প সম্পন্ন