সিজেকেএস দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৫ম রাউন্ডের ‘এ’ গ্রুপের খেলায় জয় পেয়েছে রাফা ক্রিকেট ক্লাব এবং পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী। গতকাল সোমবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রাফা ক্রিকেট ক্লাব ৪ উইকেটে ওপিএ কে পরাজিত করে। রাফা ৫ খেলা শেষে ৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ওপিএ ৫ খেলার কোনটাতেই জিততে পারেননি। তাদের পয়েন্ট শূন্য। গতকাল রাফা টসে জিতে ওপিএ কে ব্যাট করতে পাঠায়। ওপিএ ৪৫.৩ ওভার খেলে সব উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবু বক্কর ৪২,ওমর ফারুক হৃদয় ২৫,আবু সাইদ ২৩ এবং ইশতিয়াক ইসলাম ইশাদ ২০ রান করেন। অতিরিক্ত রান হয় ১৪। রাফা ক্রিকেট ক্লাবের মাসুম সিদ্দিক রনি ৪টি,আরাফাত হোসেন ৩টি এবং আসিফ মাহমুদ ২টি উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে রাফা ক্রিকেট ক্লাব ৩৭.৩ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে নেয়। দলের পক্ষে আরাফাত হোসেন সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ইব্রাহিম খলিল ৪৩, নাহিদুর রহমান ১৪,রিমন দাশ ১৩ এবং আরিফুর রহমান ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান। ওপিএ দলের আবু সাইদ ৩টি উইকেট পান। ১টি করে উইকেট নেন নাহিয়ান তাহমিদ, ইশতিয়াক ইসলাম ইশাদ এবং আবু বক্কর। সাগরিকার মহিলা ক্রীড়া কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত অপর খেলায় পাথরঘাটা দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৬ উইকেটে কোয়ালিটি ব্লুজকে পরাজিত করে। ৫ খেলা শেষে টানা চার জয়ে পাথরঘাটা ১২ পয়েন্ট পেয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে আছে। সমান খেলায় কোয়ালিটি ব্লুজ পেয়েছে ৯ পয়েন্ট। গতকাল টসে জিতে পাথরঘাটা প্রথমে ব্যাট করতে পাঠায় কোয়ালিটি ব্লুজকে। ৪৭ ওভার খেলে তারা ১৯২ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে দুই ওপেনার শাহাদাত হোসেন ৪৬ এবং আবদুল আজিজ ৩৮ রান করেন। এছাড়া ইমতিয়াজ হোসেন ২৩,জিসানুল কাদের ২১ এবং মো. সবুজ ১৬ রান করেন। ১৪ রান করে যোগ করেন মোবারক হোসেন ও আবদুল কাদের জিলানী। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। পাথরঘাটার পক্ষে ওয়াহিদুল আলম ৪টি এবং শাহিদুল আলম ৩টি উইকেট নেন। ২টি এবং ১টি উইকেট পান যথাক্রমে আমজাদ হোসেন বাবু এবং মো. রাইসুল। জবাবে পাথরঘাটা দুর্বার ২৪ ওভার খেলে ৪ উইকেটে ১৯৫ রান তুলে নেয়। দলের পক্ষে আমজাদ হোসেন বাবু ৪৪,আমির হোসেন ৩৭ এবং ইমরান হোসেন ৩৪ রান করেন। ওমর ফারুক সাইমন ৩৮ এবং শাহাদাত হোসেন ২৬ রানে অপরাজিত থাকেন।
অতিরিক্ত রান হয় ১৬। কোয়ালিটি ব্লুজের পক্ষে ১টি করে উইকেট পান মো. সায়েম,মো. নাইম এবং আবদুল কাদের জিলানী। আজকের খেলা: বার্ডস স্পোর্টিং ক্লাব বনাম আবেদীন ক্লাব (এম এ আজিজ স্টেডিয়াম),পিডিবি বনাম বঙিরহাট ইয়ং ম্যান্স ক্লাব (মহিলা কমপ্লেক্স মাঠ)।