রান সংগ্রহে শীর্ষে পারভেজ ইমন সর্বোচ্চ উইকেট রুয়েল মিয়ার

স্পোর্টস ডেস্ক 

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ | মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

তারা কেউই নামি ও বড় তারকা নন। একজন জাতীয় দলে খেললেও অপরজন জাতীয় দলের ধারেকাছেও যাননি কখনও। এমনকি তাদের কারো দলই এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে সবার ওপরে নয়। একজনের দল পাঁচ নম্বর, আর অন্যজনের দল সাতে। কিন্তু অবাক ব্যাপার এবারের প্রিমিয়ার লিগের ৯ রাউন্ড শেষে সবচেয়ে বেশি রান প্রাইম ব্যাংক ওপেনার পারভেজ হোসেন ইমনের। ৩ সেঞ্চুরিতে বাঁহাতি ইমনের সংগ্রহ ৪৮৩ রান। স্ট্রাইকরেট ৯৩.৫৫ আর গড় ৫৪.৭৮। একইভাবে ৯ খেলায় ২১ উইকেট দখল করে উইকেট শিকারে এক নম্বরে অবস্থান করছেন পয়েন্ট টেবিলের ৭ নম্বরে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সের বাঁহাতি পেসার রুয়েল মিয়া। সাবেক দল মোহামেডানের সাথেসহ মোট ২ বার ৫ উইকেট শিকারি রুয়েল মিয়া। রান তোলায় পারভেজ ইমনের পর দ্বিতীয় স্থানে আছেন মোহামেডানের তরুণ উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ৯ খেলায় ৬টি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ৪৫৩ রান করেছেন অঙ্কন। তার গড় ৬৪.৭১। স্ট্রাইকরেট তুলনামূলক কম, ৭১.৯০। রান সংগ্রহে ৩ নম্বর জায়গাটি দেশের এক নম্বর ওপেনার তামিম ইকবালে। ৫ ফিফটিতে ৪০৩ রান করেছেন প্রাইম ব্যাংক অধিনায়ক। তার গড় ৪৪.৭৮, আর স্ট্রাইকরেট ৭৮.৮৬। তামিম ইকবালের পর রান তোলায় চতুর্থ স্থানে আছেন শেখ জামাল ওপেনার সাইফ হাসান। এক সেঞ্চুরি ২ ফিফটিতে সাইফের স্কোর ৩৯১। তার গড় ৪৮.৮৮, স্ট্রাইকরেট ৭৮.৩৬। রান সংগ্রহে পঞ্চম স্থানটি শেখ জামাল ধানমন্ডি ক্লাব অধিনায়ক নুরুল হাসান সোহানের। শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা এ উইকেটকিপার ব্যাটারের মোট রান ৩৪৫। অথচ প্রথম ৪ খেলায় এক শতক ও ২ অর্ধশতসহ সোহানের স্কোর ছিল ২৮৪। চ্যাম্পিয়ন আবাহনীর জয়রথ চলছেই। কিন্তু আকাশিহলুদ শিবিরের কোনো ব্যাটারই রান তোলায় শীর্ষ পাঁচে নেই। তবে ৬ ও ৭ নম্বর স্থানটি আবাহনীর দুই ব্যাটার জাকের আলী অনিক (৬ খেলায় ৩৩১) ও নাইম শেখের (৯ খেলায় ৩১১)। রুয়েল মিয়ার সাথে বোলারদের মধ্যে নাটকীয়ভাবে দ্বিতীয় স্থানে আছেন আরেক বাঁহাতি পেসার আবু হায়দার রনি। শেষ খেলায় ৭ উইকেট দখল করে মোহামেডানের এ বাঁহাতি পেসারের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ২০টি। তার ঠিক পরেই আছেন পয়েন্ট টেবিলের নিচের দিকের দল গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির মারুফ মৃধা (৮ খেলায় ১৯ উইকেট)। উইকেট শিকারে ৪ নম্বরে আছেন প্রাইম ব্যাংক বাঁহাতি স্পিনার নাজমুল অপু (৯ খেলায় ১৭ উইকেট)

সমান ১৬ উইকেট দখল করে পঞ্চম স্থানটি ৪ বোলার যৌথভাবে ভাগ করে নিয়েছেন। সেখানে জাতীয় দলের সম্ভাবনাময় লেগস্পিনার রিশাদ হোসেনও আছেন। শাইনপুকুরের হয়ে এবারের লিগে ৬ ম্যাচ খেলে ১৬ উইকেট শিকারি লেগি রিশাদ। তার পেছনে আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মিডিয়াম পেসার রিপন মন্ডল, সিটি ক্লাবের ইরফান হোসেন ও ব্রাদার্স ইউনিয়ন পেসার আবু জায়েদ রাহি (প্রত্যেকে ১৫টি করে উইকেট)। এছাড়া আবাহনীর বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম (৯ খেলায়) ও সিটি ক্লাবের শেখ মেহেদি হাসান ৬ ম্যাচে ১৫টি করে উইকেট নিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ দশে।

পূর্ববর্তী নিবন্ধআইসিসির মার্চ সেরা কামিন্দু
পরবর্তী নিবন্ধমোস্তাফিজের প্রশংসায় জাদেজা