আইপিএলের দ্বিতীয় দিন থেকেই রান বন্যা হতে শুরু করেছে। তেমনই এক রান বন্যার ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে গতকাল রোববার শুরুতেই রানের বন্যা বইয়ে দেয় স্বাগতিক হায়দরাবাদ। অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেনদের আগ্রাসী ব্যাটিংয়ে ৬ উইকেটে ২৮৬ রান তোলে কামিন্সের দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে রাজস্থান তুলতে পারে ৬ উইকেটে ২৪২ রান। জিততে হলে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডে ভাগ বসাতে হতো রাজস্থান রয়্যালসকে। সানরাইজার্স হায়দ্রাবাদকে পাল্টা আঘাতের চেষ্টা করলেও শেষ পর্যন্ত নতুন রেকর্ড গড়তে পারেনি রাজস্থান। রাজস্থানকে ৪৪ রানে হারিয়ে আইপিএল ২০২৫ আসরে শুভসূচনা করেছে প্যাট কামিন্সের হায়দ্রাবাদ। এই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট রান হয়েছে ৫২৮। যা আইপিএলের ইতিহাসে এক ম্যাচ দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০২৪ আসরে হায়দ্রাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৫৪৯ রান হয়েছিল। টসে হেরে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ শুরুটা ভালই করেছিল। ৪৫ রানে প্রথম উইকেট হারায় তারা। দ্বিতীয় উইকেটে ট্রাভিস হেড এবং ইশান কিশান মিলে ৮৫ রান যোগ করেন। ৩১ বলে ৬৭ রান করে ফিরেন হেড। এরপর দলকে টানেন ইশান কিশান। তার দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে ২৮৬ রান সংগ্রহ করে হায়দ্রাবাদ। ৪৭ বলে ১১টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ১০৬ রান করে অপরাজিত থাকেন ইশান কিশান। এছাড়া নিশিত কুমারের ১৫ বলে ৩০ আর ক্লাসেনের ১৪ বলে ৩৪ হায়দ্রাবাদকে রানের পাহাড়ে চড়তে সাহায্য করে। রাজস্থান রয়্যালসের তুষার দেশপান্ডে নিয়েছেণ ৩ উইকেট। বিশাল রানের পেছনে ছুটতে গিয়ে ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রাজস্থান রয়্যালস। চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসন এবং ধ্রুব জুরেল মিলে ১১১ রান যোগ করলেও দলকে জেতাতে পারেনি তারা। পরপর দুই ওভারে ফিরেন দুজন। স্যামসন ফিরেন ৩৭ বলে ৬৬ রান করে। আর জুরেল ফিরেন ৩৫ বলে ৭০ রান করে। শেষ দিকে শিমরন হেটমায়ার এবং শুভম দুবে মিলে চেষ্টা করলেও সফল হতে পারেনি। শেষ পর্যন্ত ২৪২ রানে থামে রাজস্থানের ইনিংস। হেটমায়ার ২৩ বলে করেন ৪২। আর দুবে করেন অপরাজিত ১১ বলে ৩৪। ৪টি ছক্কা মেরেছেন তিনি। হায়দ্রাবাদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেণ হার্শাল প্যাটেল এবং সমরজিত সিং।