সংবাদ সম্মেলনে অনেক কথা বলে আবারও ব্যর্থ হয়েছেন অধিনায়ক মোমিনুল হক। ফর্মহীনতা তার কাটছেই না। দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দশা চলছেই তার। ডারবান টেস্টে হতাশ করা বাংলাদেশ অধিনায়ক দ্বিতীয় টেস্টে আউট হয়েছেন মাত্র ৬ রানে। গতকাল শনিবার পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমে টাইগার ব্যাটাররা চরম অস্বস্তিতে ভোগে। দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন মোমিনুল। আগের টেস্টের দুই ইনিংসে ০ ও ২ রান করা বাঁহাতি ব্যাটার এবার কিছুটা উন্নতি করেছেন বলতে হবে। উইয়ান মুল্ডারের বলে আউট হওয়ার আগে করেছেন যে ৬ রান! অর্থাৎ, দক্ষিণ আফ্রিকা সফরের তিন ইনিংসের একটিতেও যেতে পারেননি দুই অঙ্কের ঘরে।